lirikcinta.com
a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9 #

rupkotha shey - zunayed evan lyrics

Loading...

সারা আকাশ জলে ভেসে যায়
কান্না গুলো রোদে পুড়ে যায়
সব জমে থাকা আঙুলে

খুব বেশি কি চেনা হয়েছিল?
রাগ গুলো কি সুখী হয়েছিল মন…?

মাঝে মাঝে মন কি যে চায়?
মাঝে মাঝে রূপকথা সে
মাঝে মাঝে মন ফেরে না
জলে ভেসে যায়
কান্না গুলো রোদে পুড়ে যায় আবার

তবু চোখ ভেবে দেখেছো কি
রাগ ছিল ভুলটা?
ঘুড়ি উড়েনি আকাশ নাকি ছুঁয়ে দাও

সারা আকাশ জলে ভেসে যায়
কান্না গুলো রোদে পুড়ে যায়
সব জমে থাকা আঙুলে
খুব বেশি কি চেনা হয়েছিল?
রাগ গুলো কি সুখী হয়েছিল মন…?

মাঝে মাঝে মন কি যে চায়?
মাঝে মাঝে রূপকথা সে
মাঝে মাঝে মন ফেরে না
জলে ভেসে যায়
কান্না গুলো রোদে পুড়ে যায় আবার

Random Song Lyrics :

Popular

Loading...