amar shokol rosher dhhara - zeenia deb roy lyrics
Loading...
আমার সকল রসের ধারা
তোমাতে আজ হোক-না হারা ॥
আমার সকল রসের ধারা
তোমাতে আজ হোক-না হারা
আমার সকল রসের ধারা ।।
জীবন জুড়ে লাগুক পরশ,
ভুবন ব্যেপে জাগুক হরষ,
জীবন জুড়ে লাগুক পরশ,
ভুবন ব্যেপে জাগুক হরষ ।
তোমার রূপে মরুক ডুবে,
আমার দুটি আঁখিতারা ॥
আমার সকল রসের ধারা
হারিয়ে-যাওয়া মনটি আমার
ফিরিয়ে তুমি আনলে আবার ॥
হারিয়ে-যাওয়া মনটি আমার
ফিরিয়ে তুমি আনলে আবার
ছড়িয়ে-পড়া আশাগুলি
কুড়িয়ে তুমিদ লও গো তুলি
গলার হারে দোলাও তারে
ছড়িয়ে-পড়া আশাগুলি
কুড়িয়ে তুমিদ লও গো তুলি
গাঁথা তোমার ক’রে সারা ॥
Random Song Lyrics :
- anyway, i love it - carpetman lyrics
- a deus toda glória - kellen byanca lyrics
- nami - tetsuwoe lyrics
- sofrência, jogou fora nosso amor - mateus pedroza lyrics
- qdo ce me vê (part. bivoit, nave e nagalli) - veigh lyrics
- dishonour enthroned - winterfylleth lyrics
- get it out the dirt - j reno lyrics
- leaves - for3by lyrics
- fallin - yxbby lyrics
- malibu - ¥ellow bucks lyrics