palhaço (ao vivo) - zé renato lyrics
Loading...
এমন চেনা চিনবে লোকে তাকানো যাবে না চোখে
এমন সুখের আনন্দের চাইতে দুঃখ পাওয়া ভালো
এমন মাটির বাসার চাইতে, আকাশের চিল ভালো
ছোট বেলার খেলার সাথি, বড় হয়ে বদলে গেছে
এমন গানের লাইনের চাইতে, বালিশ ধরে কান্না ভালো
এমন কথা শোনার চাইতে ধুকে ধুকে মরা ভালো।
এমন পোড়া মনের চাইতে সুনীলের কবিতা ভালো।
জনম ধরে কস্টের কথা, বলতে বলতে জনম গেলো।
এমন চেনা চিনবে লোকে তাকানো যাবে না চোখে!
আমার একটা মানুষ হইল না, যে আগা গোড়া জানবে আমারে।
আমার একটা মানুষ হইল না, যে আগা গোড়া জানবে আমারে।
Random Song Lyrics :
- one life - mark ronson lyrics
- never leave her* - toosii lyrics
- caen los angeles - la comarka;caitania;kilimanjaro cdm lyrics
- valley-ay! - frankie traandruppel lyrics
- last time - mona v lyrics
- мне смешно (mne smeshno) - кубинец (kubinets) lyrics
- black or white - simba lorice lyrics
- eros - brigitte fontaine lyrics
- ingen luft mellan oss - newkid lyrics
- solo - timothy o'neil lyrics