srity - yasir artist lyrics
জন্ম টা হইলো তখন নিষ্পাপ ছিলাম আমি
এখন বুঝতে পারলাম ছোটবেলা কতো ছিলো দামি!
আমি অল্প একটু কষ্ট পাইলে রাখতো মাথায় হাত!
আর কেও না বুঝলেও বুইঝা নিও এইটা পুরুষ জাত!
আমার জীবনটা ছোট থেইকা কষ্টে কষ্টে ভরা!
না হইলে পারতো সেদিন তোর সাথে সে দেখা!
তোকে নিয়ে লেখা কবিতাটা ছন্দে ছন্দে লেখা!
আমার স্মৃতির পাতা জুরে শুধু তোর নামটাই লেখা!
স্মৃতিগুলো কেন কাদে
রাতেরি আধারে!
স্মৃতিগুলো খোজে তোমাকে!
ঝড়ে পাতা ঝড়ে পরে!
কেন তুমি গেলে চলে!
আমাকে একা বানিয়ে!
তুমি ছাইড়া চইলা গেছো এখন বুঝতে শিখছি আমি!
এতো সহজ না পৃথীবিটা কিন্তু সময়টুকু দামি!
তোমাকে মনে পরলেও করিনা আমি প্রকাশ!
কারন নিজেকে নিয়ে ভাইবা আমি হইয়া গেছি হতাশ!
তুমি তো ছিলা ঠিক! ছাইড়া চইলা গিয়া
জিতে গেছো তুমি আমারে একা বানায় দিয়া!
এখন চলতে ফিরতে ধাক্কা খাইয়া বুদ্ধি হইছে অল্প!
আমি বলতে শুরু করলে আজ শেষ হবেনা গল্প!
অল্প বিদ্যা ছিলো মাথায় এখন একটু একটু শিখছি!
হঠাৎ করে রং বদলানোটাও তোমার থেকেই শিখছি!
না করিনা এখন আর হাড়ানোরি ভয়!
এহন কষ্ট পাইলে মনটা আমার সহ্য কইরা লয়!
না আমি না, কথাগুলো বলতেছে এই অন্তর
আমার জীবন পুইরা ছাড়খার!
আমি বাজাতে পারি যন্ত্র যেইটা সফলতা একদিন আমার ঘড়ে টাইনা আনবো!
সেইদিন আফসোস কইরা সবাই মুখের দিকে তাকায় থাকবো!
স্মৃতিগুলো কেন কাদে, রাতেরি আধারে!
স্মৃতিগুলো খোজে তোমাকে!
ঝড়ে পাতা ঝড়ে পরে!
কেন তুমি গেলে চলে!
আমাকে একা বানিয়ে!
Random Song Lyrics :
- hold on - jil lyrics
- the winning side - jil lyrics
- it's your voodoo working - samantha fish lyrics
- blues felda blues - ramli sarip lyrics
- un mundo perdido (extraída de eurovisión) - la habitación roja lyrics
- apricots - diet cig lyrics
- chatter with the angels - cedarmont kids lyrics
- jonathan's bedroom - dracula the musical lyrics
- bad side - michelle branch lyrics
- who i am - lou canon lyrics