harbo na - xefer rahman lyrics
[verse 1]
চোরাবালি মোহনায়
সত্তার ভরসায়
দাড়িয়ে আছি
ডুবে যাব না
তারকাটা সীমানা
আমার জন্য না
পেছনে ফেরা
হবে না
[pre-chorus]
পথের বাঁধা ভেঙ্গে দিয়ে
শত ঝড়ে আঘাত নিয়ে
শিখেছি আমি
সবই নিয়তি থেকে
আমার চোখের কাজল ছুঁয়ে
আঁধার ঝরে আলো হয়ে
শেকলে বাঁধা
আমি নোনা জলে
[chorus]
না, আর হারবো না
দেব না আর কেড়ে নিতে
যা আমার অধিকার
না, আর হারবো না
দেব না আর কেড়ে নিতে
যা আমার অধিকার
[verse 2]
মায়া জালে জড়িয়ে
ধোয়াশায় হারিয়ে
পেয়েছি ক্ষত দাগ জীবনে
[pre-chorus]
পথের বাঁধা ভেঙ্গে দিয়ে
শত ঝড়ে আঘাত নিয়ে
শিখেছি আমি
সবই নিয়তি থেকে
আমার চোখের কাজল ছুঁয়ে
আঁধার ঝরে আলো হয়ে
শেকলে বাঁধা
আমি নোনা জলে
[chorus]
না, আর হারবো না
দেব না আর কেড়ে নিতে
যা আমার অধিকার
না, আর হারবো না
দেব না আর কেড়ে নিতে
যা আমার অধিকার
[verse 3]
ভেঙ্গে দিয়ে বন্ধ এ দার
সময় আমার
গড়ে নিবো ঠিকই নিজেরই হাতে
রব না বন্ধ ঘরে
মৃত্যুর মুখোমুখি দাঁড়িয়েও
ছবি এঁকে যাব সত্যের প্রতিদিন
হারাবো না অন্ধকারে
[chorus]
না, আর হারবো না
দেব না আর কেড়ে নিতে
যা আমার অধিকার
না, আর হারবো না
দেব না আর কেড়ে নিতে
যা আমার অধিকার
Random Song Lyrics :
- feel your luv - bulldok lyrics
- driftman - akai solo lyrics
- das geschäft ist hart - dr. faustus lyrics
- that man - salarymen lyrics
- bad out deh - alozade lyrics
- some more - boyyblink lyrics
- złap mnie - slowed + reverbed - quedragenaboys lyrics
- hbs - zvan lyrics
- diy (clean version) - stela cole lyrics
- pas stable - wood lyrics