lirikcinta.com
a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9 #

dhup chaya - warfaze lyrics

Loading...

ধুপছায়া গোধূলি এই বেলায়, তুমি কাছে এসো
সুখছোয়া রূপসী এই রাতে তুমি ভালবেসো
তুমি ভালবেসো, শুধু আমাকেই
হৃদয়ে ধরে রেখো।

মেঘ এসে যদি কোনোদিনও এ মন ছুয়ে ছুয়ে যায়
ঝড় এসে যদি কোনোদিনও হৃদয় ভেঙ্গে দিয়ে যায়
প্রেমেরি অরন্যে ব্যাকুল তুমি কোনোদিনও ভুলে যেও না
তুমি ভালবেসো, শুধু আমাকেই
হৃদয়ে ধরে রেখো।
বিষাদে যদি কোনোদিনও এ মন কাঁদে বেদনায়
বিরহ যদি উঁকি দেয় মনে দিন কাটে নিরাশায়
পিয়ানোর সুর আমারিতা কোনোদিনও ভুলে যেও না
তুমি ভালবেসো, শুধু আমাকেই
হৃদয়ে ধরে রেখো

Random Song Lyrics :

Popular

Loading...