dhup chaya - warfaze lyrics
Loading...
ধুপছায়া গোধূলি এই বেলায়, তুমি কাছে এসো
সুখছোয়া রূপসী এই রাতে তুমি ভালবেসো
তুমি ভালবেসো, শুধু আমাকেই
হৃদয়ে ধরে রেখো।
মেঘ এসে যদি কোনোদিনও এ মন ছুয়ে ছুয়ে যায়
ঝড় এসে যদি কোনোদিনও হৃদয় ভেঙ্গে দিয়ে যায়
প্রেমেরি অরন্যে ব্যাকুল তুমি কোনোদিনও ভুলে যেও না
তুমি ভালবেসো, শুধু আমাকেই
হৃদয়ে ধরে রেখো।
বিষাদে যদি কোনোদিনও এ মন কাঁদে বেদনায়
বিরহ যদি উঁকি দেয় মনে দিন কাটে নিরাশায়
পিয়ানোর সুর আমারিতা কোনোদিনও ভুলে যেও না
তুমি ভালবেসো, শুধু আমাকেই
হৃদয়ে ধরে রেখো
Random Song Lyrics :
- фильм \\ филbм * ok !+ - copeman lyrics
- gasoline - bond (of backwoodz studioz and green streets entertainment) lyrics
- a threat - nowhiteflag lyrics
- jingle bells - jen lilley lyrics
- κανένας (kanenas) - anna vissi lyrics
- my own - aftertheparty lyrics
- bo kurdistan - zakaria abdullah lyrics
- 파도야 (hey, wave) - so soo bin lyrics
- vision - cdot honcho lyrics
- zavalli - umut timur lyrics