brishti nemeche - warfaze lyrics
Loading...
বৃষ্টি নেমেছে
রিমঝিমরিম সুরের লহরী
নিঝুম রাতে
বৃষ্টি নেমেছে
কত স্মৃতি বুকে নিয়ে
উদাস করেছে এই রাত
বৃষ্টি নেমেছে
মনে পড়ে যায়
আমার গাঁ
বৃষ্টি নেমেছে
ঐ মাটির ভালোবাসায়
বার বার শুধু ডাকে
ফিরে আয় আয় আয়
স্মৃতির দুয়ার খুলে আমি
পায়ে চলেছি মেঠো পথে
কাশবন আর ঐ নদীর বাঁকে
আমি সুর করি
ঐ মাছরাঙা পাখির রঙে
আমি গান ধরি
ঐ শিস দেয়া পাখির ডাকে
স্মৃতির দুয়ার খুলে আমি
শুয়ে আছি কোন বটতলে
নিঝুম আকাশে তারার হাসি
আমি সুর করি
ঐ নিঝুম রাতের কোলে
আমি গান ধরি
ঐ জেগে থাকা তারার ভাষায়
বৃষ্টি নেমেছে
রিমঝিমরিম সুরের লহরী
নিঝুম রাতে
বৃষ্টি নেমেছে
কত স্মৃতি বুকে নিয়ে
উদাস করেছে এই রাত
বৃষ্টি নেমেছে
ঐ মাটির ভালোবাসায়
বার বার শুধু ডাকে
ফিরে আয় আয় আয়…
Random Song Lyrics :
- supernova - i giocattoli lyrics
- backing it up - lenox montrose & ryunyc lyrics
- sky's the limit - theway lyrics
- gyal magnet - sashie cool lyrics
- fingerprint - lil ivan lyrics
- nosey neighbors - dexta daps lyrics
- anla - haluk levent lyrics
- barracuda - yung sk33t lyrics
- noi - marchettini lyrics
- yeah right - aethzz lyrics