bichinno abeg - warfaze lyrics
Loading...
একদিন আমি হেঁটে চলছি পথে একা
হঠাৎ হোঁচট খেয়ে থমকে দেখি
চারিদিকে আঁধার
আঁধার আর আঁধার
আঁধার আর অজ্ঞতা !
কোন দিন আমি গাইব সেই গান ?
যে গানে থাকবে না মলিন অহংকার !
কোন দিন আমি গাইব সেই গান ?
যে গানে থাকবে শুধু জ্যোৎস্নার সচ্ছতা !
আলোয়*আলোয় ভরা চারিদিকে
তবু কেন ঘরে এত আঁধার ?
শুনি তবু শুনি না
বুঝি তবু বুঝি না
গানের মত গান নেই কেন ? তাই*
কোন দিন আমি গাইব সেই গান ?
যে গানে থাকবে মহাশূন্যের উদারতা !
কোন দিন আমি গাইব সেই গান ?
যে গানে থাকবে সাগরের গাঙচিলের ডাক !
বন্দী আমি নিজে নিস্তব্ধতায়
কন্ঠে আমার নেই কোন সুর
বন্ধ জানালার পাশে বসে আছি*
ফুলের সুবাস পাই!
আলোর দরজা খুলেও কেন খুলিনা?
বারবার শুধু ছিটকে পড়ি*
অশ্লীল কারাগারে!
কী যেন কী পাবার*
মোহে………মোহে!
একদিন আমি হেঁটে চলছি পথে একা…
Random Song Lyrics :
- just think - apollo brown lyrics
- cradled in love - radio edit - poets of the fall lyrics
- black lightning - the bellrays lyrics
- tiden er knap - khalazer lyrics
- fastlane - edo. g lyrics
- pumpin blood - acoustic - nonono lyrics
- the countdown - cold blood lyrics
- billy budd - vinicio capossela lyrics
- land der freshness - amewu lyrics
- cash anthem - 6ackend lyrics