shopnodeb - vibe lyrics
Loading...
[verse 1]
অজানা অদেখা আলোর ভুবন
ছায়া পথ নীহারিকার নিপুণ বুনন
এসবই দেখি অজানা আলোতে
স্বপ্নের দেয়ালে বাঁধা ফেলে
অজানা অদেখা আলোর ভুবন
ছায়া পথ নীহারিকার নিপুণ বুনন
এসবই দেখি অজানা আলোতে
স্বপ্নের দেয়ালে বাঁধা ফেলে
[chorus]
প্রশ্ন জাগে আমার অদৃশ্য দেয়ালে
জানা অজানার গুণিন দেখে পরিশেষে
স্মৃতির প্রতিচ্ছবি তুমি সকল
অচেনার রুপকার আলেয়া অলংকারের
অদেখা স্বর্নকার স্বপ্নদেব
শোনো এই হাহাকার
[verse 2]
স্মৃতির অভিধানে যত সমাহার
সময়ে মহাকাশে শত তারা
খুঁজে দাও মনের অমিয় সুধা
স্বপ্ন দেশে তোমাকে পাওয়া
[chorus]
প্রশ্ন জাগে আমার অদৃশ্য দেয়ালে
জানা অজানার গুণিন দেখে পরিশেষে
স্মৃতির প্রতিচ্ছবি তুমি সকল
অচেনার রুপকার আলেয়া অলংকারের
অদেখা স্বর্নকার স্বপ্নদেব
শোনো এই হাহাকার…
[guitar solo]
Random Song Lyrics :
- bonekinha (ao vivo) - gloria groove lyrics
- mämmä hø scøpätø unä e-girl [prod. shows] - shows lyrics
- kupuję to 2 - geezybeatz lyrics
- aint nun to it - slim guerilla lyrics
- the bed i made - hannah mcfarland lyrics
- mirage of flower - chen (첸) lyrics
- you needed me - randy goodrum lyrics
- falling apart - stratosphere project lyrics
- it's me - céciliaa lyrics
- follow my sleep - richard youngs & raül refree lyrics