lirikcinta.com
a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9 #

otripto pran - vibe lyrics

Loading...

হালকা আলোর অপছায়ায়
চেয়ে আছে দেয়ালের কোণে স্তব্ধতা ঘিরে
স্মৃতির মায়াজালে

নির্বোধ সময় থমকে আছে কৈশরের রঙিন ফ্রেমে
অবুঝ মনের গোলকধাধায় বিবেকের স্বত্বা খোজে

চিৎকার করে আমার কানের সামনে দাঁড়িয়ে
একা হৃদয়বিদরী আস্ফালনে

প্রতি মূহূর্তে ক্ষুদ্রতা যখন হাজার বছরের হৃদয়ের চেনা আহাজারি

জানা স্বত্বায় বাস্তবতা ভেঙে পড়ছে নিজের চেনা জগতের আয়নাতে না পাওয়ার যত ভীরে

Random Song Lyrics :

Popular

Loading...