raga shyam shree - ustad amjad ali khan lyrics
Loading...
“রাতের পর দিন আসবে, সব আধার একদিন ফুরোবে।
ভোরের শুভ্রতা গতরাত্রির দুঃখ ম্লান করে দিবে।
ঝড়ঝাপটা থামবে, আকাশ জুড়ে রঙধনু উঠবে।
একদিন সত্যি সত্যি সব ঠিক হয়ে যাবে।
ঐ আকাশ আর কোনদিন আমায় কাঁদতে দেখবে না।
কথায় কথায় কোন দিন চোখে জল আসবে না।
ক্লান্তি, অবসাদ, তোমায় না পাওয়ার হতাশা,
আর কখনো আমার ভাল থাকায় বাধা হয়ে দাঁড়াবেনা।”
Random Song Lyrics :