shaada kaalo (duet) - upol & maher lyrics
সাদাকালো ধূসর এলোমেলো
সুপ্ত স্বপ্ন যত দিচ্ছে ডাক
আঁধো আলোয় তুমি হেঁটে বেড়াও
দূরে দেখি তোমার-ই ছায়া…
স্বাধীন কোন পাখির মত
ডানা মেলে স্বপ্ন জ্বেলে
আমি তুমি বন্ধু সবাই
বাঁধা ফেলে চলেছি এগিয়ে…
রেখোনাকো কোন ক্ষোভ
তুমি জমিওনা অভিযোগ
এখনি সময় এগিয়ে যাবার
চলো বন্ধু যাবে…
দীপ নেভার আগে
এসো স্বপ্নের ঘুড়ি ওড়াবে
ক্লান্তি ছোয়ার আগে
চলো সত্যের দীপ জ্বালাবে…
দীপ নেভার আগে
এসো স্বপ্নের ঘুড়ি ওড়াবে
ক্লান্তি ছোয়ার আগে
চলো সত্যের দীপ জ্বালাবে…
সাদাকালো ধূসর এলোমেলো
সুপ্ত স্বপ্ন যত দিচ্ছে ডাক
মেতে উঠি উল্লাসে সবাই
চিৎকার করে গেয়ে যাই…
যদি বাজে সূর অচেনা রাগে
তুমি শুনিও সে সূর দীপ নেভার আগে…
স্বাধীন আমরা বেড়িয়ে পথে
নিয়ম ভাঙি দীপ নেভার আগে
চলো এবার হারিয়ে যাই……….
স্বাধীন আমরা বেড়িয়ে পথে
নিয়ম ভাঙি দীপ নেভার আগে
চলো এবার হারিয়ে যাই……….
স্বাধীন আমরা বেড়িয়ে পথে
নিয়ম ভাঙি দীপ নেভার আগে
চলো এবার হারিয়ে যাই……….
স্বাধীন আমরা বেড়িয়ে পথে
নিয়ম ভাঙি দীপ নেভার আগে
চলো এবার হারিয়ে যাই……….
স্বাধীন আমরা বেড়িয়ে পথে
নিয়ম ভাঙি দীপ নেভার আগে
চলো এবার হারিয়ে যাই……….
স্বাধীন আমরা বেড়িয়ে পথে
নিয়ম ভাঙি দীপ নেভার আগে
চলো এবার হারিয়ে যাই……….
Random Song Lyrics :
- see you again - years & years lyrics
- fuck you nakamura , i hate you - miraidempa lyrics
- 잊을 수 없다면 (can’t forget you) - minseo (민서) lyrics
- headache will cause migraines - sky diving penguins lyrics
- magic - salva lyrics
- prestiż - kaen lyrics
- seattle - lalion lyrics
- have yourself a merry christmas - innovatorsbox studios lyrics
- odisseia - valas & os astronautas lyrics
- boruto song - anbu monastir lyrics