ekta gopon kotha - topu lyrics
একটা গোপন কথা ছিল বলবার
বন্ধু, সময় হবে কি তোমার
একবার শুনে ভুলে যেয় বারবার
ভুলেও কাওকে বলোনা আবার
মুখে ভালবাসি না, বলে মনেতে প্রেম নিয়ে
চলে আছে অনেকে…
এত দিন ছিল সাধারণ
তার মাঝে একজন যাকে আজ বড় আলাদা লাগে
মন, আঁধারের নীলিমায়
তোমাকে আজ খুঁজতে চায়
জানি না, কোথায় পাবো তোমায়
একবার এসে দেখো আমায়
ভেবেছি তাই এবার, যা কিছু হবে হবার
হোক তবু করে স্বীকার
পরাজয় মেনে নিয়ে, সব কিছু বলে দিয়ে
চাইব আমার অধিকার
কপালে যা আছে লেখা, মনে যদি পাইয়ো ব্যাথা দেখে নিব আমি এর শেষ
মিথ্যে অভিনয় আর নয় আর নয়
এই ভাল আছি এই বেশ
মন, আঁধারের নীলিমায়
তোমাকে আজ খুঁজতে চায়
জানিনা, কোথায় পাবো তোমায়
একবার এসে দেখো আমায়
প্রতিদিন এ-গলি ও-গলিতে ঘুরঘুরি কেটে যায় সময় আসে রাত
মেয়েটা বাঁকা করে চুল বাঁধে প্রেম পড়ে দেখ
ছেলেটাও পড়ে, ফুলহাতা শার্ট
প্রতিদিন এ-গলি ও-গলিতে ঘুরঘুরি কেটে যায় সময় আসে রাত
মেয়েটা বাঁকা করে চুল বাঁধে প্রেম পড়ে দেখ ছেলেটাও পড়ে, ফুলহাতা শার্ট
এই দেখে হাসাহাসি, গানটাকে ভালবাসি
এই ভাল আছি এই স্বপ্ন আমার
কখনও বুঝিনি যে তা এটা ছিল সূচনা
আছে বাকি স্বপ্নের উপসংহার
মন, আঁধারের নীলিমায়
তোমাকে আজ খুঁজতে চায়
জানি না, কোথায় পাবো তোমায়
একবার এসে দেখো আমায়।
Random Song Lyrics :
- tonight - trurebel migs lyrics
- on the backroads - the groovy times show lyrics
- wtf - beayee lyrics
- goin_ku - cosznmo lyrics
- five nights at beebo's - beebo lyrics
- bom bom - elevatedantoo lyrics
- 雑踏(bustle) - サカナクション (sakanaction) lyrics
- wie wird man meister? (pokémon) - anime allstars lyrics
- faded - mia kodak lyrics
- until i die - mario de la garza lyrics