brishty - topu lyrics
Loading...
আমার আছে একটা গল্প পুরোনো
আর আছে একটা গান
যা শুনতে তোমার সময় নেই কোনো
ছিলোনা ইচ্ছে কখনো
এভাবেই সব হারায়
আর ফিরে আসেনা
নিজেকে ছুঁড়ে দেই বৃষ্টিতে
বৃষ্টি ধুয়ে দেয় কান্না জল
যা তোমায় নিয়ে
বৃষ্টি দেয় বিদায় দুক্ষ যা
আজ আমায় ঘিরে
আমায় জড়াও এই রাতের যাদুতে
জীবন আজ শুধু নিশ্বাসে
দিওনা যেতে
আমি বৃষ্টি দেখতে চাই
ভালবাসা চাই শুরু থেকে
এভাবেই সব হারায়
আর ফিরে আসেনা
নিজেকে ছুঁড়ে দেই বৃষ্টিতে
বৃষ্টি ধুয়ে দেয় কান্না জল
যা তোমায় নিয়ে
বৃষ্টি দেয় বিদায় দুক্ষ যা
আজ আমায় ঘিরে।
Random Song Lyrics :
- nunca mais - marina de oliveira lyrics
- estou contigo - marco aurélio lyrics
- marca borrada - porca véia lyrics
- richtig - breitbild lyrics
- هدي القمر - ايهاب توفيق lyrics
- nossa senhora, mãe das nações - nelsinho corrêa lyrics
- casal sem juízo - emilio e eduardo lyrics
- in my way - feeki lyrics
- w /brasil - naiara terra lyrics
- conta errada - amália rodrigues lyrics