jabe ki chole (duet) - topu & anila lyrics
Loading...
মনে রেখেছি, ভেবোনা ভুলে গিয়েছি
স্মৃতি ধরে রেখেছি, খুব যতনে।
তবু বুঝিনি, ভুলেও ভাবিনি
এখানে এখনি, দেখা আবার তোমার আমার।
ভুলগুলো সব আমার, মেনে যদি বলি আবার
তবু তুমি, যাবে কি চলে?
মুখ শান্ত মন হাহাকার, রাগ দুঃখ আজ একাকার
শুধু চাই, যেওনা চলে।
শেষ দেখাতে, তুমি যেখানে
ছেড়ে গেছো আমাকে, আজও সেখানে।
ভালোবাসাতে তুমি যেভাবে, চেয়েছো আমাকে
রবো সেভাবে, যদি বলি…
ভুলগুলো সব আমার, মেনে যদি বলি আবার
তবু তুমি, যাবে কি চলে?
মুখ শান্ত মন হাহাকার
রাগ দুঃখ আজ একাকার
শুধু চাই, যেওনা চলে।
দুয়ারে দুয়ারে, খুঁজেছি তোমাকে
হারিয়ে বুঝেছি, কে তুমি?
দেখা হলে পরে, যত কথা মনে
বলবো যেওনা এখনি।
ভুলগুলো সব আমার, মেনে যদি বলি আবার
তবু তুমি, যাবে কি চলে ?
মুখ শান্ত মন হাহাকার, রাগ দুঃখ আজ একাকার
শুধু চাই, যেওনা চলে।
Random Song Lyrics :
- alone in our castle - olivia lyrics
- returning to pathos - dusk (dance) lyrics
- end of a love affair - laura fygi lyrics
- duizend keer - bzn lyrics
- lento violento - canova lyrics
- diamante - coti sorokin lyrics
- index - adriano celentano lyrics
- how much do i love weed - d savage lyrics
- аутро (autro) - nesquik boyz lyrics
- thinking like that - hope sandoval & the warm inventions lyrics