![lirikcinta.com](https://www.lirikcinta.com/statik/logonew.png)
garial bhai - tito lyrics
Loading...
ওকি গাড়িয়াল ভাই
কত রব আমি পন্থের দিকে চাইয়া রে…
ওকি গাড়িয়াল ভাই
কত রব আমি পন্থের দিকে চাইয়া রে…
যেদিন গাড়িয়াল উজান যায়…
নারীর মন মর ছুইরা রয় রে…
যেদিন গাড়িয়াল উজান যায়…
নারীর মন মর ছুইরা রয় রে…
ওকি গাড়িয়াল ভাই…
হাঁকাও গাড়ি তুই চিল মারির বন্দর এ রে
আর…কি কব দুস্কের ও জ্বালা… গাড়িয়াল ভাই
গাঁথিয়াছি কহনমালা রে…
আর…কি কব দুস্কের ও জ্বালা… গাড়িয়াল ভাই
গাঁথিয়াছি কহনমালা রে…
ওকি গাড়িয়াল ভাই…
কত কাঁদি মুই নিদুয়া পাথারে রে…
ওকি গাড়িয়াল ভাই
কত রব আমি পন্থের দিকে চাইয়া রে…
ওকি গাড়িয়াল ভাই
কত রব আমি পন্থের দিকে চাইয়া রে।
Random Song Lyrics :
- una señal - jon secada lyrics
- ly (nos falta el aire) - fármacos lyrics
- enfant terrible - joost lyrics
- for a friend - rob scallon lyrics
- thought i was smart - peter harder lyrics
- charlie - persons from porlock lyrics
- little green monster - jon fuller lyrics
- я не железный (i'm not iron) - alien24 lyrics
- document quote - young diamond lyrics
- fire - upon the water lyrics