lirikcinta.com
a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9 #

choley boley kousholey - timir biswas lyrics

Loading...

ঘুরে হয়রান তবুও ঘুরছি বেশ
ঘুরতে ঘুরতে খুঁজে নাও অবশেষ…
অচেনা অথচ, অচেনা তো কিছু নয়

সম্পর্কের ধুলো, বালি সংশয়…

ঘুরে হয়রান তবুও ঘুরছি বেশ
ঘুরতে ঘুরতে খুঁজে নাও অবশেষ…
অচেনা অথচ, অচেনা তো কিছু নয়
সম্পর্কের ধুলো, বালি সংশয়…

ঠিকানা খুঁজেছি এ বাড়ি, ও বাড়ি ঘুরে
চেনা পাড়া তুমি সরে গেছো বহুদূরে…
আমি প্রাক্তন, তুমিও অতিত হলে
যদি দেখা পাই, যদি দেখা পাই ছলে বলে কৌশলে…

যদি দেখা পাই ছলে বলে কৌশলে
যদি দেখা পাই ছলে বলে কৌশলে
যদি দেখা পাই ছলে বলে কৌশলে…

ভালো কি আছো, কোথায় তোমার বাড়ি
কি করে বোঝাবো কতোখানি দরকারি…
পুরনো আদর, পুরনো চিঠির রেশ
খুঁজেছ কখনো, না খোঁজাই অভ্যেস, না খোঁজাই অভ্যেস…

ঠিকানা খুঁজেছি এ বাড়ি, ও বাড়ি ঘুরে
চেনা পাড়া তুমি সরে গেছো বহুদূরে…
আমি প্রাক্তন, তুমিও অতিত হলে
যদি দেখা পাই…

বিচ্ছেদে আমি চুমুর সাহস রাখি
একা একা পুরনো নামে ডাকি…
যতোখানি ভীতু, ততটাই সংযত
বিষ ঢেলে রেখে জাগিয়ে রেখেছি ক্ষত…

ঠিকানা খুঁজেছি এ বাড়ি, ও বাড়ি ঘুরে
চেনা পাড়া তুমি সরে গেছো বহুদূরে…
আমি প্রাক্তন, তুমিও অতিত হলে
যদি দেখা পাই, যদি দেখা পাই ছলে বলে কৌশলে…

যদি দেখা পাই ছলে বলে কৌশলে
যদি দেখা পাই ছলে বলে কৌশলে
যদি দেখা পাই…

Random Song Lyrics :

Popular

Loading...