dube dakh dakhi mon - the folk diaryz lyrics
Loading...
ডুবে দেখ দেখি মন কীরূপ লীলাময়।
আকাশ-পাতাল খুঁজিস যারে এই দেহে সে রয়।।
শুনতে পাই চার কারের আগে
আশ্রয় করেছিল রাগে
সে বেশে অটলরূপ ঝেঁপে
মানুষ-লীলা জগতে দেখায়।।
লামে আলেফ লুকায় যেমন
মানুষে সাই আছে তেমন
তা নইলে কি সব নূরীতন
আদম-তনে সেজদা জানায়।।
আহাতে আহাম্মদ হ’ল
মানুষে সাই জন্ম নিল
লালন মহা ফ্যারে প’লো
সিরাজ সাইর অন্ত না পাওয়ায়।।
Random Song Lyrics :
- 4 leaf clover - enyukay lyrics
- asozialen-lifestyle ii - snaga & pillath lyrics
- puls - gruby mielzky lyrics
- kungarna af stan i - charta 77 lyrics
- kingdoms - valley (hc) lyrics
- hermit with a permit - psalm one lyrics
- wax on, wax off - park like setting lyrics
- all caps takeoff - apollo enfinyti lyrics
- divisive - (tom staar remix) - we have band lyrics
- que habremos hecho mal - d'callaos lyrics