hooshier (হুশিয়ার) - taurra safa lyrics
[chorus]
তাউরা কয়, “হুশিয়ার!”
কইতাসি আরেকবার
এইবারই শেষবার
তগো ভাই তাউরার কাছে কল আইসে
ছবি কার?
হুশিয়ার!
কইতাসি আরেকবার
এইবারই শেষবার
তগো ভাই তাউরার কাছে ছবি কার?
কইবি না? তাইলে আর জিগাইবি না
সুখ*চান কারবারি রে
বইবি না, চুপচাপ খাড়ায় থাক, লড়বি না
ওই, তুই ক, তর ভাই তাউরার কাছে ছবি কার?
[verse 1]
ছন্দ, scene আমার, কাব্য scene আমার
time নাইকা দিন তোমার, ভায়া
পুরান প্যাঁচাল বাদ দে, আইজকা আনন্দে
ওই, গুল্লি করবি তুই? recovery কার কাঁন্ধে?
পানি ঢুকার আগে ভায়া তিস্তাতে বান দে
নিরীহ*য়ে champion হুর তগো দ্বন্দে
একের মাল market out বাজার ভর্তি মন্দে
আর তাউরা কয়, “নগদ হাজির বাহাদুরির ক্বলবে”
[chorus]
তাউরা কয়, “হুশিয়ার!”
কইতাসি আরেকবার
এইবারই শেষবার
তগো ভাই তাউরার কাছে কল আইসে
ছবি কার?
হুশিয়ার!
কইতাসি আরেকবার
এইবারই শেষবার
তগো ভাই তাউরার কাছে ছবি কার?
[verse 2]
মারুম না, কাটুম না, ছিরুম না, ফারুম না
আবঝাব ভুংভাং হুনুম না ভায়া
বইবি না, চুপচাপ খাড়ায় থাক, লড়বি না
ওই, তুই ক, তর ভাই তাউরার কাছে ছবি কার?
মান্না হাসন রাজার কাহিনী আম্মজান
চাচায় কয়, “ভাতিজা, হুন বেশি কম গ্যাঁজান”
মামায় কয়, “ভাগ্নে, ভয় পাইসনে”
গুল্লি করবি তুই? recovery কার কাঁন্ধে?
[chorus]
হুশিয়ার!
ডাইনে*বামে দেইখা রাস্তা পার
seat belt পিন্দা গারি ছাড়
হুশিয়ার!
helmet দেখতে চাই bike*এর সবার
তাউরা কয়, “নগদ হাজির বাহাদুরির ক্বলবে”
Random Song Lyrics :
- play me (bonus track) - josh groban lyrics
- mi novia - mojinos escozios lyrics
- earthbound - ytcracker lyrics
- me and you - self-provoked lyrics
- this is me - willie green lyrics
- are you ready - wanting lyrics
- geef mij je angst - dave dekker lyrics
- angel baby (spanglish) - rosie & the originals lyrics
- savage - blxst & bino rideaux lyrics
- desarraigo - omar rodríguez-lópez lyrics