kono ek raate - tasbir wolvez & shibu lyrics
[chorus]
কোনো এক রাতে কুয়াশার মতো ভিজে যাবে একই সাথে
চাদরের ভাজে লিখে দিবো এ গান তোমারই নামে
[verse 1]
না, থাকবে না কোনো পিছুটান, কোনো অভিমান
শুধু শুনে দেখো কী বলে আমার মনটা
তোমাকে আর যেতে দেবো না বসিয়ে দাগ
মনে রাখানো আমার অভ্যাস
যদি ভুল হয় করে দিও মাফ
[pre*chorus]
অযথা সময় হেরে চলে এসে কী হবে?
যদি শুধু আসতে আগে তাহলে হয়তো
[chorus]
কোনো এক রাতে কুয়াশার মতো ভিজে যাবে একই সাথে
চাদরের ভাজে লিখে দিবো এ গান তোমারই নামে
ঈশ্বর জানে, আসমান সাক্ষী এ সময়ের সাথে
শুন্যের মাঝে মিশে যাই, মিশে যাই এ স্নেহের কাছে
[verse 2]
কোমরে হাত রেখে চোখে চোখে ইশারা দিই
সে কী দেখে, কী জানে?
অন্ধকারে দিশেহারা হয়ে ঘুরি, পুড়ি
আড়চোখে সবই দেখি, বাহানাগুলো ফেলে রাখি
এ রাত তোমায়
[pre*chorus]
অযথা সময় হেরে চলে এসে কী হবে?
যদি শুধু আসতে আগে
[chorus]
কোনো এক রাতে কুয়াশার মতো ভিজে যাবে একই সাথে
চাদরের ভাজে লিখে দিবো এ গান তোমারই নামে
ঈশ্বর জানে, আসমান সাক্ষী এ সময়ের সাথে
শুন্যের মাঝে মিশে যাই, মিশে যাই এ স্নেহের কাছে
কোনো এক রাতে কুয়াশার মতো ভিজে যাবে একই সাথে
চাদরের ভাজে লিখে দিবো এ গান তোমারই নামে
ঈশ্বর জানে, আসমান সাক্ষী এ সময়ের সাথে
শুন্যের মাঝে মিশে যাই, মিশে যাই এ স্নেহের কাছে
[outro]
(অযথা, কোথায়? সময় হেরে)
(চলে এসে কী হবে?) চলে এসে কী হবে?
(যদি শুধু আসতে আগে) যদি শুধু আসতে আগে
অযথা সময় হেরে চলে এসে কী হবে?
যদি শুধু আসতে আগে
Random Song Lyrics :
- непрожитая жизнь (unlived life) - oxxxymiron lyrics
- fake love - champ paine lyrics
- outweigh - burgos x razegod lyrics
- como sea - eladio carrión & arcángel lyrics
- deadlocked - sinikka monte lyrics
- песня про любовь (song about love) - hotzzen lyrics
- spy kids - sadzilla & vampires4hire lyrics
- da dee ya da i'd do anything for you - wilbert harrison with the roamers lyrics
- let it rock - pj productions lyrics
- oh tannenbaum - christmas songs lyrics