pagla hawer badol dine - tapan chowdhury lyrics
পাগলা হাওয়ার বাদল-দিনে
পাগল আমার মন জেগে ওঠে।।
পাগলা হাওয়ার বাদল-দিনে
পাগল আমার মন জেগে ওঠে।।
চেনাশোনার কোন বাইরে যেখানে পথ নাই নাই রে
চেনাশোনার কোন বাইরে যেখানে পথ নাই নাই রে
সেখানে অকারণে যায় ছুটে।।
পাগলা হাওয়ার বাদল-দিনে
পাগল আমার মন জেগে ওঠে…
ঘরের মুখে আর কি রে কোনো দিন সে যাবে ফিরে।
ঘরের মুখে আর কি রে কোনো দিন সে যাবে ফিরে।
যাবে না, যাবে না
দেয়াল যত সব গেল টুটে।।
যাবে না, যাবে না—
পাগলা হাওয়ার বাদল-দিনে
পাগল আমার মন জেগে ওঠে…
বৃষ্টি-নেশা-ভরা সন্ধ্যাবেলা কোন্ বলরামের আমি চেলা…
বৃষ্টি-নেশা-ভরা সন্ধ্যাবেলা কোন্ বলরামের আমি চেলা,
আমার স্বপ্ন ঘিরে নাচে মাতাল জুটে–
যত মাতাল জুটে।
আমার স্বপ্ন ঘিরে নাচে মাতাল জুটে–
যত মাতাল জুটে।
যা না চাইবার তাই আজি চাই গো,
যা না পাইবার তাই কোথা পাই গো।
যা না চাইবার তাই আজি চাই গো,
যা না পাইবার তাই কোথা পাই গো।
পাব না, পাব না,
মরি অসম্ভবের পায়ে মাথা কুটে।।
পাব না, পাব না—
পাগলা হাওয়ার বাদল-দিনে
পাগল আমার মন জেগে ওঠে।।
চেনাশোনার কোন বাইরে যেখানে পথ নাই নাই রে
চেনাশোনার কোন বাইরে যেখানে পথ নাই নাই রে
সেখানে অকারণে যায় ছুটে।।
পাগলা হাওয়ার বাদল-দিনে
পাগল আমার মন জেগে ওঠে…
Random Song Lyrics :
- soul snatcher - babytron lyrics
- a cellar door - chaver lyrics
- si tu imaginas - gonzalo genek lyrics
- visions 2020 - angel fires lyrics
- on one (wont be two) - necrolemur lyrics
- voice - sugizo lyrics
- government - leak obama lyrics
- fim de noite - elza soares lyrics
- built to win - sean young lyrics
- hell bound for alabama - fiddlin' john carson lyrics