prem pobon - tanjib sarowar lyrics
Loading...
যা বুজে দু নয়ন মন গহীনে
যা বলার আছে টা দাও বলে
ঐ সূর্যটার মত যাবো ডুবে
যদি নামে সে আধার নিয়ে দূরে
কান পেতে সুনে যাও এ মন মেঘেলা
বলবে ভালোবাসি নামবে বরষা
ও জান ও পরান তুমি সুখের প্রেম পবন
সেই পবনে ভাসায়ে লয়ে যাও এই মন
ও জান ও পরান তুমি মোর প্রেম পবন
সেই পবনে ভাসাবো তোমার আমার মধুখন
সুন্নতার ভিরে ছিলাম আমি একা
নব প্রেমে ডুবেছে ডানা
অবেলায় আসোনি তবুও মনে রেখে
কারো প্রেমে পরিনি
ও জান ও পরান তুমি সুখের প্রেম পবন
সেই পবনে ভাসায়ে লয়ে যাও এই মন
ও জান ও পরান তুমি মোর প্রেম পবন
সেই পবনে ভাসাবো তোমার আমার মধুখন
বুঝিনি বোঝার ছিলো এতটা ভুল
যার মাসুলে হয়েছি হরণ
মন ও মন বড় সাদা তার মাঝে একজনা
কারো প্রেমে পরিনা
ও জান ও পরান তুমি সুখের প্রেম পবন
সেই পবনে ভাসায়ে লয়ে যাও এই মন
ও জান ও পরান তুমি মোর প্রেম পবন
সেই পবনে ভাসাবো তোমার আমার মধুখন
Random Song Lyrics :
- charts - k-trap lyrics
- 四月のラブレター (shigatsu no love letter) - 松田聖子 (seiko matsuda) lyrics
- (knife in the) marathon - breaking circus lyrics
- god bless - 0efor lyrics
- got2kill - selfmxdebless lyrics
- the letter j - alex da son lyrics
- seen - alex odysseus lyrics
- reality - shad version - the next step lyrics
- boy-toy denial! (feat. austin eastwood) [remix!] - thaddeus & crimson lyrics
- bag a btch - 510stretch lyrics