lirikcinta.com
a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9 #

bheja bheja chokh - tanjib sarowar lyrics

Loading...

তোমার হাসির ঢেউ,
লাগল আমার চোখে।
ভিজলো দু-চোখের পাতা

জানলো না… তো লোকে।

ও… তোমার হাসির ঢেউ,
লাগল আমার চোখে,
ভিজলো দু-চোখের পাতা,
জানলো না… তো লোকে।

ভেজা ভেজা চোখ আমি, রোদ্দুরে শুকাবো,
ভালোবাসি তোমারে, কি করে তা লুকাবো?
ভেজা ভেজা চোখ আমি রোদ্দুরে শুকাবো
ভালোবাসি তোমারে কি করে তা লুকাবো?

তোমার হাসির ঢেউ,
লাগল আমার চোখে।
ভিজলো দু-চোখের পাতা
জানলো না… তো লোকে।

তোমার ভালো হোক,
তুমি সুখে থাকো।
কিছুই চাইনা আমি,
মনে রাখো বা না রাখো। – [ ২ বার ]
আমি একলা ভালোবেসেই যাবো,
পথো চেয়ে হায় শুধু বসেই রবো।
ভেজা ভেজা চোখ আমি রোদ্দুরে শুকাবো,
ভালোবাসি তোমারে কি করে তা লুকাবো।
ভেজা ভেজা চোখ আমি রোদ্দুরে শুকাবো,
ভালোবাসি তোমারে কি করে তা লুকাবো।
ভেজা ভেজা চোখ আমি রোদ্দুরে শুকাবো,
ভালোবাসি তোমারে কি করে তা লুকাবো।

Random Song Lyrics :

Popular

Loading...