meghomilon - tanjib sarowar & shoma lyrics
Loading...
শীতল বাতাসে, দেখেছি তোমায়
মেঘ মিলনে চেয়ে রাগ করোনা
মন চায় তোমায় আজি রাতে ।।
বৃষ্টি তো থেমেছে অনেক আগেই
ভিজেছি আমি একাই
আসতো যদি বিভীষিকা
খুঁজেও পেতেনা আমায়।
মেঘ মিলনে চেয়ে রাগ করোনা
মন চায় তোমায় আজি রাতে রাতে রাতে ।
ঝুমঝুম পাতালি হাওয়ার সাথে
খুঁজেছি শুধুই তোমায়
পেছাতে পারেনি ঝড়ো হাওয়া
খুঁজেই নিয়েছি তোমায়
ভুলে গিয়েছি মন শত অভিমান
মন চায় তোমায় কাছে পেতে
শীতল বাতাসে, দেখেছি তোমায়
মেঘ মিলনে চেয়ে রাগ করোনা
মন চায় তোমায় আজি রাতে রাতে রাতে
Random Song Lyrics :
- stawka większa niż... - włodi lyrics
- in due - ghemon & the love 4tet lyrics
- style - cantbuydeem lyrics
- blessing freestyle - h tycoon lyrics
- dirt - josi green lyrics
- turn me up - ciple lyrics
- feel good - syn cole lyrics
- more - jack wint-reilly lyrics
- tik-tak - slatkaristika lyrics
- bad brainz - animo kunst lyrics