
nokhotro - tandav music lyrics
হাজার হাজার দুঃখের পাহাড়
বুকে নিয়ে আমি হেঁটেছি
কাছের সকল মানুষ গুলোকে আমি
নক্ষত্র হতে দেখেছি
স্বপ্নের মধ্যে প্রতি রাতে
নিজেই নিজের কবর খুড়েছি
নিজের জ্বলন্ত চিতার পাশে বসে আমি
পাগলের মতন কেঁদেছি
তুই চলে গেছিস সেই রাতে
তুই নেই আজ আমার সাথে
আমি চলেছি একলা পথে
তুই পারলিনা আমার হতে
আমি আজও হাটি সেই পথে
তোর হাত নেই আমার হাতে
এক সাথে জাগা রাত গুলো
ফিরে আজও আসে স্মৃতিতে
তুই চলে গেছিস সেই রাতে
তুই নেই আজ আমার সাথে
আমি চলেছি একলা পথে
তুই পারলিনা আমার হতে
i’m looking at the mirror
i’m screaming on my face
i’m sitting all alone
in the house of darkness
so i’m tuning my pain
in my black guitar
you’re not dead in my mind
but you are living in the stars
তুই চলে গেছিস আজ ব্হুদূর
তুই কি শুনতে পারছিস আমার গানের সুর
চোখের জল আমি মুচি রোজ
প্রতি রাতে করি আমি তোর খোঁজ
তুই চলে গেছিস সেই রাতে
তুই নেই আজ আমার সাথে
আমি চলেছি একলা পথে
তুই পারলিনা আমার হতে
আমি আজও হাটি সেই পথে
তোর হাত নেই আমার হাতে
এক সাথে জাগা রাত গুলো
ফিরে আজও আসে স্মৃতিতে
তুই চলে গেছিস সেই রাতে
তুই নেই আজ আমার সাথে
আমি চলেছি একলা পথে
তুই পারলিনা আমার হতে
তোর নিস্তবদটা
তোর শীতল দেহ
সেই পড়া কাঠ আজ
আমার উপহার?
Random Song Lyrics :
- bobby mangrove - fdo38 lyrics
- chica rara - skillbea lyrics
- no excuses - aestheticsir g lyrics
- у меня есть (i have) - obrazkobra lyrics
- 'i'm thinking about killing myself...' - rare akuma lyrics
- она хочет ещё - toukka lyrics
- benefactor - ytcracker lyrics
- gyal rock - henndog lyrics
- dove sei - sissi lyrics
- 風、花 (kaze, hana) - ヒトリエ (hitorie) lyrics