megher opare - tandav music lyrics
Loading...
ভাবনা গুলো সব এলোমেলো
ইচ্ছে ছুটতে চায়
অশ্রুজলে ভেজা চোখ দুটো
খুঁজে পেতে চায় তোমায়
বসে আছি আমি
আজ তোমার অপেক্ষায়
ফিরে যাই বারবার
আমি তোমার ঠিকানায়
হেঁটেছি আমি ভেজা মেঠো পথে
নেই তুমি আজ আমার সাথে
শহরের এই ব্যস্ত ভিড়ে
আসবে কি তুমি আবার ফিরে?
ফিরে আসবে কি?
ফিরে আসবে তো?
ফিরে আসবে কি?
ফিরে আসবে তো?
জানিনা
দেখা হবে কি
হতেও পারে
মেঘের ওপারে
ভাবনা গুলো সব এলোমেলো
ইচ্ছে ছুটতে চায়
অশ্রুজলে ভেজা চোখ দুটো
খুঁজে পেতে চায় তোমায়
হেঁটেছি আমি ভেজা মেঠো পথে
নেই তুমি আজ আমার সাথে
শহরের এই ব্যস্ত ভিড়ে
আসবে কি তুমি আবার ফিরে?
ফিরে আসবে কি?
ফিরে আসবে তো?
ফিরে আসবে কি?
ফিরে আসবে তো?
Random Song Lyrics :
- hosea's heart - red tips lyrics
- en mis sueños - roseangel lyrics
- felicidade pode ser - jonas lyrics
- полнолуние (full moon) - jane ankomah lyrics
- jenny (jennifer!) - woah nicko lyrics
- randall upshaw - skilla baby lyrics
- imam issa - anubis [ar] lyrics
- funeral - dolores forever lyrics
- 天上不会掉馅饼 (there is no free lunch) - into1 lyrics
- не хочу жить (i dont want to live) - сеня (senyaa) & deseness lyrics