khuchro - tamal kanti halder lyrics
Loading...
এই খুচরো আলগা যতটুকু
হাসি লেগে যাবে অজান্তে ঠোঁটে
তারা হয়ত বা খসে যাবে
মেপে কেনা সুখের যানজটে
এক পলকেই পুরোনোকে নতুন
বানিয়ে ফেলার ম্যাজিকটা যদি
ভুলে যাই খুঁজে পাবি না সে চেনা ক্রসিং
সে আমি যতই আলো দিই
তোকে নতুন করে পাবো বলে
বাজে গান লিখে সময় দিই জলে
এই আচমকা মাঝরাতগুলো
ঘুম কাড়বে তো সেদিনও কারও?
নাকি সব পেয়েছির দেশে এসে
সুখী রাত্রিরা হয়ে যাবে গাঢ়?
এক পলকেই পুরোনোকে নতুন
বানিয়ে ফেলার ম্যাজিকটা যদি
ভুলে যাই খুঁজে পাবি না সে চেনা ক্রসিং
সে আমি যতই আলো দিই
তোকে নতুন করে পাবো বলে
বাজে গান লিখে সময় দিই জলে
Random Song Lyrics :
- beach - sparkwheel lyrics
- ready for me - mk onik lyrics
- lve hr lnly - knowchrxs lyrics
- the animal song - europeans lyrics
- права(rights) - вб(vvvbbb) lyrics
- sorry i was trappin - pimp tobi lyrics
- sunshine boulevard - intelligent music project lyrics
- cherry pop - eyeamki lyrics
- play 2gether - $waggot lyrics
- chapter, my replay - asleep at the helm lyrics