
khuchro - tamal kanti halder lyrics
Loading...
এই খুচরো আলগা যতটুকু
হাসি লেগে যাবে অজান্তে ঠোঁটে
তারা হয়ত বা খসে যাবে
মেপে কেনা সুখের যানজটে
এক পলকেই পুরোনোকে নতুন
বানিয়ে ফেলার ম্যাজিকটা যদি
ভুলে যাই খুঁজে পাবি না সে চেনা ক্রসিং
সে আমি যতই আলো দিই
তোকে নতুন করে পাবো বলে
বাজে গান লিখে সময় দিই জলে
এই আচমকা মাঝরাতগুলো
ঘুম কাড়বে তো সেদিনও কারও?
নাকি সব পেয়েছির দেশে এসে
সুখী রাত্রিরা হয়ে যাবে গাঢ়?
এক পলকেই পুরোনোকে নতুন
বানিয়ে ফেলার ম্যাজিকটা যদি
ভুলে যাই খুঁজে পাবি না সে চেনা ক্রসিং
সে আমি যতই আলো দিই
তোকে নতুন করে পাবো বলে
বাজে গান লিখে সময় দিই জলে
Random Song Lyrics :
- stronghold of the black abyss - ancestral shadows lyrics
- rakkas (remix 1) - sezen aksu lyrics
- spring - adel lyrics
- masio sek sayang - ilux lyrics
- enomis - petrograd lyrics
- baeelliii - trap get illuminator lyrics
- i knew better, but did nothing - hotel books lyrics
- pra amora - tiê (br) lyrics
- ramblin man - johnny rodriguez lyrics
- when the morning comes - black country communion lyrics