ruper oi pradip jwele - talat mahmood lyrics
রূপের ঐ প্রদীপ জ্বেলে কী হবে তোমার
কাছে কেউ না এলে এবার
মনের ঐ এত মধু কেন জমেছে
যদি কেউ না থাকে নেবার
রূপের ঐ প্রদীপ জ্বেলে কী হবে তোমার
ও নূপুর না বাজালে কারো বাঁশিতে
ও হাসি না মেশালে কারো হাসিতে
ও নূপুর না বাজালে কারো বাঁশিতে
ও হাসি না মেশালে কারো হাসিতে
তোমার ঐ সোনার ফাগুন কী দাম পাবে
তোমার ঐ সোনার ফাগুন কী দাম পাবে
যদি কেউ না থাকে দেবার
রূপের ঐ প্রদীপ জ্বেলে কী হবে তোমার
কাছে কেউ না এলে এবার
মনের ঐ এত মধু কেন জমেছে
যদি কেউ না থাকে নেবার
রূপের ঐ প্রদীপ জ্বেলে কী হবে তোমার
এ জীবন না জড়ালে কারো জীবনে
এ স্বপন না ছড়ালে কারো স্বপনে
এ জীবন না জড়ালে কারো জীবনে
এ স্বপন না ছড়ালে কারো স্বপনে
রঙিন ঐ দিনগুলি কী এমন রবে
রঙিন ঐ দিনগুলি কী এমন রবে
সাড়া কেউ দিবে না যে আর
রূপের ঐ প্রদীপ জ্বেলে কী হবে তোমার
কাছে কেউ না এলে এবার
মনের ঐ এত মধু কেন জমেছে
যদি কেউ না থাকে নেবার
রূপের ঐ প্রদীপ জ্বেলে কী হবে তোমার
Random Song Lyrics :
- забываю - bananafish lyrics
- unimportant moronic - sybyr lyrics
- why wont you love me - dave pettigrew lyrics
- indiglow nation - rich cholo lyrics
- tag team (feat. halfcastromeo) - tdkroof lyrics
- bleach - mouse sucks lyrics
- bad man - lecxs ahziz lyrics
- weekend lover - a.y.a (jp) lyrics
- cathedrals - paul conrad lyrics
- your galaxy - candace moore lyrics