
mon ronger achor - tahsin lyrics
Loading...
বয়ে যায় সময় একলা দূরে
থেমে যাই ভেবে তোমায়
রয়ে যায় মন রঙের সেই আঁচড়
তোমার-ই নাম লেখায়
দখিনা সে হাওয়া, বলে মন জানালায়
নাম না জানা কোনো পর্দা ওড়া মায়ায়
তোমার মনের ঐ পথে
নেবে কি আমায় ডেকে?
নরম রোদ আলো ছুঁয়ে
ছায়া হবো তোমার থেকে
তোমার মনের ঐ পথে
নেবে কি আমায় ডেকে?
নরম রোদ আলো ছুঁয়ে
ছায়া হবো তোমার থেকে
থেকে যাও এই আবেগে হৃদয় অগোছালোয়
কিছু লিখুক অকারণ
ভেজা মেঘ, বালু স্রোতে
রাত্রি শিশির কালোয়
খুঁজুক ভোরের মন
আর আমার চোখে, ঘুম নামের কল্পনায়
তবে নেমে আসুক, কোনো নতুন বোনা কথায়
তোমার মনের ঐ পথে
নেবে কি আমায় ডেকে?
নরম রোদ আলো ছুঁয়ে
ছায়া হবো তোমার থেকে
তোমার মনের ঐ পথে
নেবে কি আমায় ডেকে?
নরম রোদ আলো ছুঁয়ে
ছায়া হবো তোমার থেকে
Random Song Lyrics :
- fire (live) - scooter lyrics
- around the world - orli anrow lyrics
- reset man - tsuko g. lyrics
- blue flower - the gray havens lyrics
- together - ay em lyrics
- i've been forgotten & so have you - gillian carter lyrics
- hero - harry carter lyrics
- xan freestyle - lexika lyrics
- victorious - emmy goji berry lyrics
- skinny - kid brunswick lyrics