![lirikcinta.com](https://www.lirikcinta.com/statik/logonew.png)
uddessho nei - tahsan lyrics
Loading...
উদ্দেশ্য কী?
উদ্দেশ্য নেই
উদ্দেশ্য কী?
উদ্দেশ্য নেই
তুই তবুও তো কাছে
তোকে নিয়ে ঘুমের মাঝে
তুই তবুও তো কাছে
তোকে নিয়ে ঘুমের মাঝে
তুই ডানা দিয়ে মেঘ কেটে
হারাস মেঘে মেঘে
থাকি আমি তোকে ঘিরে
বাতাস হয়ে…
উদ্দেশ্য কী?
উদ্দেশ্য নেই
উদ্দেশ্য কী?
উদ্দেশ্য নেই
যাবে কি সেথায়
যেখানে আলো আর সুখের মিছিল
তবে কেন এ বসে থাকা উদ্দেশ্যহীন?
যাবে কি সেথায়
যেখানে আলো আর সুখের মিছিল
তবে কেন এ বসে থাকা উদ্দেশ্যহীন?
উদ্দেশ্য কী?
উদ্দেশ্য নেই
উদ্দেশ্য কী?
উদ্দেশ্য নেই
(উদ্দেশ্য কী?) লা-লা-লা-লা
(উদ্দেশ্য নেই) লা-লা-লা…
লা-লালা লা-লালা লা-লালা লা
হারাবে কি আমার সাথে?
উড়বে কি ডানা মেলে?
উদ্দেশ্য কী?
উদ্দেশ্য নেই
উদ্দেশ্য কী?
উদ্দেশ্য নেই
উদ্দেশ্য কী
উদ্দেশ্য নেই
উদ্দেশ্য কী?
উদ্দেশ্য নেই
উদ্দেশ্য কী?
উদ্দেশ্য নেই
উদ্দেশ্য কী?
উদ্দেশ্য নেই
Random Song Lyrics :
- hokey pokey - benjicold lyrics
- too late - (hed) p.e. lyrics
- tender heart (do what's right for me) - arlene (freestyle artist) lyrics
- пиздеж (false) - тони мальдони (tony maldoni) lyrics
- silence (reprise) - jaded thorns lyrics
- all this money on the floor - ¥$, kanye west & ty dolla $ign lyrics
- janta santa claus - jatan satan lyrics
- dancing with tears in my eyes - warmen lyrics
- rubber tree - ruth garbus lyrics
- ybr - jay fizzle lyrics