tomar amar - tahsan lyrics
Loading...
তোমার আমার টুকরো সুতোর বাঁধন
যেন জাদুর মত টানছে আমায়
আলতো করে বাঁধছে আমায়
ভাঙছে আমার সাধন
তোমার চোখে আয়না দেখে
চোখে চোখে গল্প করে
রাত দুপুরে স্পর্শ করে
উড়ছি আমি এখন
চোখের তারায় উষ্ণ বালিশ
তোমায় কেবল খুঁজে
ঝুম দুপুরে বৃষ্টি হলে
মেঘলা কেন সাজেঁ
তুমি আমার অন্ধকারের আলো
মিষ্টি জোড়া কানের দুলে
রোদ মাখানো সকাল জুড়ে
তুমি আমায় বাসো ভালো
তোমার হাতে স্বপ্ন মেখে
মেঘের ডানা চড়ে
স্বপ্ন দিয়ে তোমায় আঁকি
অভিমানের ঘোরে
তুমি আমার অন্ধকারের আলো
মিষ্টি জোড়া কানের দুলে
রোদ মাখানো সকাল জুড়ে
তুমি আমায় বাসো ভালো
তোমার চোখে আয়না দেখে
চোখে চোখে গল্প করে
রাত দুপুরে স্পর্শ করে
উড়ছি আমি এখন
Random Song Lyrics :
- why - goodgirl la lyrics
- cool out - waka flocka flame & slim dunkin lyrics
- hard out here - pop legends lyrics
- hard in da paint - meek mill lyrics
- hunger hotell - eldkvarn lyrics
- city girls - ynw melly lyrics
- tan lejos, tan cerca - los punsetes lyrics
- stoop lights - lil ugly mane lyrics
- who do you love - kevin hanna lyrics
- stripped fucked & bored - toxic lab rats lyrics