prem tumi - tahsan lyrics
কেউ বলেছিলো ভালোবাসি
সে ছিলো নীল ছুঁয়ে রোদের হাসি
দিনগুলো ছিলো স্বপ্ন যেমন
স্মৃতিগুলো আজও অবিনাশী।
যতটা পেয়েছি, তার চেয়েও বেশি
গভীরে হৃদয়ে আমার সব তুমিময়
কত স্রোত ভেঙ্গেছি
বাসতে ভালো তোমাকে
আবারও সেই তোমাতেই খুঁজেছি আশ্রয়।।
বদলে হঠাৎ বিষাদে আকাশ
তবু ও দু’চোখেই খুঁজি পিছুটান
তোমাকে নিয়ে হাজারও অভিলাষ
ছুটে যাওয়া তাই ভেঙ্গে অভিমান।
আর কিছুই চাইনি যখন
তোমাকে পেয়েছে এ মন…
যতটা পেয়েছি, তার চেয়েও
বেশি
গভীরে হৃদয়ে আমার, সব তুমিময়
কত স্রোত ভেঙ্গেছি, বাসতে
ভালো তোমাকে
আবারও সেই তোমাতেই খুঁজেছি
আশ্রয়।।
সেই চেনা পথ ধরে আগের মত
তোমাকে চাই আরও একবার
ভালোলাগা সময়গুলো এখনও
লেগে আছে এ দুহাতে আমার।
ভাবনার আকাশ জুড়ে
তোমায় পাওয়া পুরোটা সময়.
যতটা পেয়েছি, তার চেয়েও বেশি
গভীরে হৃদয়ে আমার, সব তুমিময়
কত স্রোত ভেঙ্গেছি, বাসতে
ভালো তোমাকে
আবারও সেই তোমাতেই খুঁজেছি আশ্রয়।।
Random Song Lyrics :
- never loud enough - days n' daze lyrics
- murderer - ordinary thieves lyrics
- just coolin - young covic lyrics
- where's wolfie when you need him? - podacter lyrics
- som do silêncio - pete mcee lyrics
- brakeless - bela (de) lyrics
- eliminacje 2015: milan vs. czarna owca - wbw lyrics
- 8 marzo - drops to zero lyrics
- bloods niggas rollin up - kenny nelson lyrics
- what's the pee pee - battts lyrics