lirikcinta.com
a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9 #

durotto - tahsan lyrics

দূরত্ব আর কতোটুকু বাকি
জীবনের গতিপথে
সত্য আজও করছে ভ্রমণ

আপন কক্ষপথে
সুতো নাড় ছিড়ে চলেছি
আবার আপন অজানায়
মিলবে কোথাও সত্য নাগাল
কোন্ সীমানায়
মিলবে কোথাও সত্য নাগাল
কোন্ সীমানায়

তুচ্ছ কায়া
ক্ষুদ্র সে প্রাণ
তবু আছে আমিত্ব
গর্ব কী আর

খর্ব করে
আপন শ্রেষ্ঠত্ব

দূরত্ব আর কতোটুকু বাকি
জীবনের গতিপথে
সত্য আজও করছে ভ্রমণ
আপন কক্ষপথে
সুতো নাড় ছিড়ে চলেছি
আবার আপন অজানায়
মিলবে কোথাও সত্য নাগাল

কোন্ সীমানায়
মিলবে কোথাও সত্য নাগাল
কোন্ সীমানায়

তুচ্ছ কায়া
ক্ষুদ্র সে প্রাণ
তবু আছে আমিত্ব
গর্ব কী আর
খর্ব করে
আপন শ্রেষ্ঠত্ব

Random Song Lyrics :

Popular

Loading...