cholona harai - tahsan lyrics
Loading...
কতদিন হয়নি দেখা
কতদিন দূরে থাকা
কতদিন হয়নি দেখা
কতদিন দূরে থাকা
কতটা অভিমান
জমে আছে দুচোখে
কিছু চাই না আজ
আর জীবনে
চলো না হারায় দূরে কোথাও
এক সাথে প্রণয়ে
চলো না বাধি স্বপ্ন আজ
ডুবে যাই এক চাদরে
চলো না হারায় দূরে কোথাও
এক সাথে প্রণয়ে
চলো না বাধি স্বপ্ন আজ
ডুবে যাই এক চাদরে
যে ফাগুন আগুন জ্বালে মনে
নিভে যাবে কি কোন এক
ঝড়েরও কারনে
মেঘের আনা-গোনা হবে কি মনে
যেখানে যাবো না ফিরে জীবনে
কতটা অভিমান
জমে আছে দুচোখে
কিছু চাই না আজ
আর জীবনে
চলো না হারায় দূরে কোথাও
এক সাথে প্রণয়ে
চলো না বাধি স্বপ্ন আজ
ডুবে জাক এক চাদরে
চলো না হারায় দূরে কোথাও
এক সাথে প্রণয়ে
চলো না বাধি স্বপ্ন আজ
ডুবে জাক এক চাদরে
Random Song Lyrics :
- wenn du lachst - olson lyrics
- better days - mi$tro lyrics
- scribbles - ezzyland lyrics
- cold blooded - depresno lyrics
- ressureição - capital inicial lyrics
- go hard - aisle 10 lyrics
- φίδια (fidia) - mikros kleftis lyrics
- tout dans la tête (meurtr'rap) - zoxea lyrics
- 4-the money - k-aos keith lyrics
- berzerk freestyle - kv lyrics