ayna - tahsan lyrics
Loading...
ঘড়ির উঠোনে দৌড়ে ঘুরে কাঁটাটা অস্তমিত প্রায়
পাশে দাঁড়িয়ে আয়নাটা অসহায়, সঙ্গ দেয় আমায়
জীবনের এই মোড়ে এসে, সব কেন যেন অভিলাষে
থমকে যায় ঘড়ির কাঁটা, কাঁটাগুলো পেছনে টানে
আজ আমার তোকে বড় মনে পড়ে
আয়না ছাড়া বন্ধু নেই কোনো এই ঘরে
আজ আমার তোকে বড় মনে পড়ে
ঝিরিঝিরি লয়ে বেজে যায় গিটারে কোনো তাসের সুর
হেসে বলে কেন তুই বোকা হবি বন্ধু ব্যাথুর
তোর ভুলে তুই একা হলি
কেন হঠাৎ বললি চলি?
থমকে রয় ঐ আয়নাটা
ভেঙ্গে পড়ে প্রতিবিম্বটা
আজ আমার তোকে বড় মনে পড়ে
আয়না ছাড়া বন্ধু নেই কোনো এই ঘরে
আজ আমার তোকে বড় মনে পড়ে
তোকে, তোকে, তোকে
তোকে, তোকে, তোকে
মনে পড়ে
মনে পড়ে
Random Song Lyrics :
- natural born independent - ぜんぶ君のせいだ。(zenbukiminoseida.) lyrics
- come alive - oyabun lyrics
- bury you - seven spires lyrics
- third wheel - layne elizabeth lyrics
- this one - richard marx lyrics
- tik tok челлендж - slava marlow lyrics
- 1996 - pomme lyrics
- rap fame - jkushtana lyrics
- dixie - pax verdi lyrics
- lonely girl - amelieee lyrics