angul - tahsan lyrics
ও অভিমানি
রুপোলী জলের প্রভায় হৃদয়
আমার ভেতরে রাখতে
দুপুর গড়িয়ে সন্ধ্যা হলেও
আমায় ছুঁয়ে থাকতে
সেখানে হঠাত্ মেঘের প্রপাত্
করলো আঁধার উল্লাস
কারনটা কি জানা হয়নি
সেই থেকে একা বসবাস
ও অভিমানি
এতো পিছুটান এত অভিমান
এখনও চোখের ভাষায়
এত অভিমান, এতো পিছুটান
তবুও থাকছি আশায়
আমি আবার ও তোমার ও আঙ্গুলে
আমার আঙ্গুল রাখবো
ফিরে এসে বলবে ও পাথর গলে
আছি তোমার তোমারই থাকবো
ও ও ওও ওওও ওও ও ও
দশমীর ভাঙ্গা চাঁদ
আবারও একসাথে দেখবো
শ্রাবনের ধারাতে
আবারও একসাথে ভিজবো
এত অভিমান, এতো পিছুটান
তবুও থাকছি আশায়
আমি আবার ও তোমার ও আঙ্গুলে
আমার আঙ্গুল রাখবো
ফিরে এসে বলবে ও পাথর গলে
আছি তোমার তোমারই থাকবো
রুপোলী সে জলের প্রভা
এখনও আমার এ মন
তুলনা করোনা
তুমি আগেও করতে যেমন
এত অভিমান, এতো পিছুটান
তবুও থাকছি আশায়
আমি আবার ও তোমার ও আঙ্গুলে
আমার আঙ্গুল রাখবো
ফিরে এসে বলবে ও পাথর গলে
আছি তোমার তোমারই থাকবো
ও ও ওও ওওও ওও ও ও
Random Song Lyrics :
- kill4me (mystery skulls remix) - marilyn manson lyrics
- ghost - boywithukebackup lyrics
- primo ministro - suspect cb lyrics
- go big or go home - sam tinnesz lyrics
- ur all that matters - vaens lyrics
- amor líquido - projeto hare lyrics
- down under - ざきのすけ。(zakinosuke.) lyrics
- miss sick world (remix) - alex porat lyrics
- ride wimme - amg dolo lyrics
- fr fr - vvsyardie lyrics