brishti chuye - tahsan & moutusi islam lyrics
Loading...
একি সে অধরে ছোঁয়া পড়েছে,
তাই তো এই মন মৃদু হেসেছে,
একি সে চোখেতে ধরা পড়েছে,
তাই তো এই ক্ষণ আজ মেতেছে,
তোমায় হলো ফিরে পাওয়া,
আপন করে চাওয়া,
বৃষ্টি ছুয়ে,
আরো প্রেম নিয়ে,
দুটি মন আজ,
একি সাথে সাথে ভিজেছে, (২)
রিমঝিম বারিষে যায়নি জানা,
কি করে ইচ্ছেরা মেললো ডানা, (২)
তোমায় হলো ফিরে পাওয়া,
আপন করে চাওয়া,
বৃষ্টি ছুয়ে,
আরো প্রেম নিয়ে,
দুটি মন আজ,
একি সাথে সাথে ভিজেছে, (২)
প্রেম সে কি কয় কথা রাত্রি দুপুর,
থেকে থেকে সুর তোলে আমার নুপুর,
প্রেম সে কি কয় কথা রাত্রি দুপুর,
থেকে থেকে সুর তোলে তোমার নুপুর,
তোমায় হলো ফিরে পাওয়া,
আপন করে চাওয়া,
বৃষ্টি ছুয়ে,
আরো প্রেম নিয়ে,
দুটি মন আজ,
একি সাথে সাথে ভিজেছে ।। (২)
Random Song Lyrics :
- del bi to gham zade - mohammad alizadeh lyrics
- whisky - marian hill lyrics
- como el agua (tangos) - camarón de la isla lyrics
- rückblick - amewu lyrics
- life 'ain't' - clarky lyrics
- estrela do céu - um44k lyrics
- tras tus gafas de sol - porta lyrics
- jay gatsby - c gattz and lion cribs lyrics
- we can't go on like this - wish i was lyrics
- arton nätter, nitton dagar - rolf wikström lyrics