sujan majhi re - swapan basu lyrics
সুজন মাঝি রে
কোন ঘাটে লাগাইবা তোমার নাও?
আমার সুজন মাঝি রে
কোন ঘাটে লাগাইবা তোমার নাও?
আমি পারের আশায় বইসা আছি
আমি পারের আশায় বইসা আছি
আমায় লইয়া যাও
কোন ঘাটে লাগাইবা তোমার নাও?
সুজন মাঝি রে
কোন ঘাটে লাগাইবা তোমার নাও?
এই পাড়েতে দরদী নাই
ওই পাড়েতে যাই, চলো যাই
হয় না আমার পাড়ে যাওয়া
হয় না আমার তোমায় পাওয়া
জল চলিয়া, বহিয়া যায়
কোন ঘাটে লাগাইবা তোমার নাও?
আমার সুজন মাঝি রে
কোন ঘাটে লাগাইবা তোমার নাও?
দেহের অঞ্চল আমার উড়ায় না বাতাসে
ওরে উড়ায় আমার
ওরে উড়ায় আমার বুকের পাঞ্জর
কাঁপায় হা*হুতাশে
ওরে তোমার দেখা পাই না বলে
ওরে নিত্য ভাসে নয়ন জলে
ওরে হয় না আমার পাড়ে যাওয়া
হয় না আমার পাড়ে যাওয়া
ওরে হয় না আমার তোমায় পাওয়া
জল চলিয়া, বহিয়া যায়
কোন ঘাটে লাগাইবা তোমার নাও?
ও আমার সুজন মাঝি রে
কোন ঘাটে লাগাইবা তোমার নাও?
আমি পারের আসায় বইসা আছি
আমায় লইয়া যাও
কোন ঘাটে লাগাইবা তোমার নাও?
সুজন মঝি রে
কোন ঘাটে লাগাইবা তোমার নাও?
Random Song Lyrics :
- a7eh | أحيه - cilly cyben lyrics
- hot* - sugarhill keem lyrics
- watashinojinsei - apollontheone lyrics
- vad ska man göra mannen - aki lyrics
- mpνευση - mpk (gr) lyrics
- love that girl - bobby shmurda & lougotcash lyrics
- emma (vi älskar dig) - kratta krax lyrics
- unpainted arizona - gorgeous children lyrics
- weird little guys - louie zong lyrics
- we're all gonna die - joy oladokun & noah kahan lyrics