aji bijon ghore - swagatalakshmi dasgupta lyrics
Loading...
আজি বিজন ঘরে নিশীথরাতে
আসবে যদি শূন্য হাতে-
আমি তাইতে কি ভয় মানি!
জানি জানি, বন্ধু, জানি-
তোমার আছে তো হাতখানি ॥
চাওয়া-পাওয়ার পথে পথে
দিন কেটেছে কোনোমতে,
এখন সময় হল
তোমার কাছে আপনাকে দিই আনি ॥
আঁধার থাকুক দিকে দিকে আকাশ-অন্ধ-করা,
তোমার পরশ থাকুক আমার-হৃদয়-ভরা।
জীবনদোলায় দুলে দুলে আপনারে ছিলেম ভুলে,
এখন জীবন মরণ দু দিক দিয়ে নেবে আমায় টানি ॥
Random Song Lyrics :