furi - suvon lyrics
আমি কি দেখেছি হায়
একলা পথে দাঁড়িয়ে
সে ছিলো দূরে দূরে তাকিয়ে এ এ
আহারে আহারে
কোথায় পাবো তাহারে
সে ছিলো দূরে দূরে তাকিয়ে এ এ
তুমি যদি চাও
বৃষ্টি হবে আজ
এ রাতে আকাশের বুকে এ
তুমি যদি চাও তবে জোছনা রঙিন
রাত জেগে রয় মেঘ দের সাথে
ও এলোমেলো মন ভাবে শুধু তোমারে আজ
শেষ হবে রাত শুধু তুমি আমি আজ
ভিড় জনতায় তোমাকে ই চাই ভালোবাসতে
আকাশে
ডুম তানা দে রে না
এলোমেলো মন ভাবে শুধু তোমারে আজ
শেষ হবে রাত শুধু তুমি আমি আজ
বলনা তুই বলনা কেনো এ ছলনা?
ও মন তুই বলনা ভালোবাসি বলনা
ও ও ও বলনা তুই বলনা ভুলে গিয়ে ছলনা
একবার তুই বল না ভালোবাসি বলনা
ও ও এক পায়ে নুপুর তোমার
অন্য পা খালি
এক পাশে সাগর, এক পাশে বালি
আমার ছোট তরী বলো যাবে কি?
যাবে কি
চাঁদের আলো যদি ভালো লাগে
কাল হয়ে যায় ঝাপসা
আমার এ তরী যদি চলে যায় ফিরে আর আসবেনা
যতো ভালোবাসো তারে এ এ
দূরে রয়ে যাবে নাকি তুমি
জেনেছি জেনেছি
সুন্দরী ফুরি তুমি মন করিলা চুরি
কোন দূরো দেশো থেকে আইলা ই নি
ও সুন্দরি ফুরি তুমি মন করিলা চুরি
যদি ডাকি তোমারে মায়ার টানে আইবায়নি ফিরি
চোখ ফিরায়া নিয়ো না
অরে যাই ও না রে যাই ও না
মায়ায় করি হাত ধরি নি বায় নি টানি
Random Song Lyrics :
- jetski - 炒炒 (chaochao) lyrics
- caesar palace - leust lyrics
- laser gun - gun nyc lyrics
- columbine massacred - 8-bit suicide lyrics
- i hate tiro - king tiro lyrics
- frei - jambus lyrics
- lonely (planet earth) - dillon francis & chloe moriondo lyrics
- gimme a gun - beardo lyrics
- you reposted in the wrong object show - bendyfan animations lyrics
- ballagh habibak - بلغ حبيبك - hussain al jassmi - حسين الجسمي lyrics