aakash jure shuninu-susmita - susmita bhattacharya lyrics
Loading...
আকাশ জুড়ে শুনিনু ওই বাজে
তোমারি নাম সকল তারার মাঝে ॥
সে নামখানি নেমে এল ভুঁয়ে,
কখন আমার ললাট দিল ছুঁয়ে,
শান্তিধারায় বেদন গেল ধুয়ে—
আপন আমার আপনি মরে লাজে ॥
মন মিলে যায় আজ ওই নীরব রাতে
তারায়-ভরা ওই গগনের সাথে।
অমনি করে আমার এ হৃদয়
তোমার নামে হোক-না নামময়,
আঁধারে মোর তোমার আলোর জয়
গভীর হয়ে থাক্ জীবনের কাজে ॥
Random Song Lyrics :
- айскрим (ice cream) - tini lin lyrics
- don't start now - young shekeh lyrics
- roll - spadez & shady blaze lyrics
- metamorphosis - anung un rama lyrics
- respect yourself (people stand up) - melissa etheridge lyrics
- aye aye - azchike lyrics
- я очень рад - энджи (endzhi) lyrics
- venture - the cavves lyrics
- cold call coming - wime lyrics
- i pissed somebody off - jnthn lyrics