chol mini - surma dohar lyrics
Loading...
চল মিনি আসাম যাবো
দেসে বড় দুখ রে
আসাম দেসে রে মিনি
চা বাগান ভরিয়া
আসাম দেসে রে মিনি
চা বাগান ভরিয়া
কুড়ল মারা যেমন তেমন,
ফাঁকি দিয়া পঠাইলি আসাম
বাকা তলা টান গো-
কুড়ল মারা যেমন তেমন
বাকা তলা টান গো
হায় যদুরাম
ফাঁকি দিয়া পঠাইলি আসাম।
এক পয়সার পোটিমাছ
আর গায়াগুনার ত্যাল গো
মিনির বাপে মাঙে যদি
আরোই দিব ঝোল গো।
সরদার বুলে কাম কাম
আর বাবু বুলে ধইর্যে আন
আর সাহিব বুলে লিব পিঠের চাম
রে যদুরাম
ফাঁকি দিয়া পঠাইলি আসাম
Random Song Lyrics :
- auf dem see - alphons diepenbrock lyrics
- michael myers freestyle - chesfaso lyrics
- white noise - dancingwater lyrics
- hesabı bana kitledin - murat akay lyrics
- divine - mozart daprophet lyrics
- cameras - seiygo lyrics
- velvet - david dilin lyrics
- nazi bitch die - slutzville lyrics
- shake - moriaty lyrics
- lightning prevails - arno carstens lyrics