bhoy dekhas na please - sunidhi chauhan lyrics
ভয় দেখাস না, please
আমি বদলে গিয়েও ঘরে ফিরতে চাই
তবু তোর দু’চোখের রোদ
ফিরতে মানা করবে সেই ভয় পাই
এই শরীরটাই যা তুই চিনিস
বাদ বাকি আমি আনকোরা
জোর করে তবু সই পাতাই
গল্প বানাই মনগড়া
আমার অন্য রাজ্যপাট
আমি ঘর পালানো পাখির ছদ্মবেশ
তোর কাঁধেতে বসে
আর গান শোনাবো পাই যদি আদেশ
অনেক রাতের পর
খেলনা বাটির লোভ দেখাস যদি
আবার ফিরবো ঘর
ঠোঁট ফুলিয়ে ছোট্ট এই নদী
ভুলে গেলে তুই
হাতড়ে ফিরবো অন্ধকারের গান
জমলে ধুলো গায়
জোছনায় করবো স্নান
জমলে ধুলো গায়ে, জোছনায় করবো স্নান
তুই একফালি আকাশ
আমি ভুল করে ঢোকা একলা শঙ্খচিল
তুই আমার বাতাস
তবু ফিরতেই হবে, বল দেখি মুশকিল
জানি ফেরার পরে তুই আমায়
হাঁটতে দেখলেও চিনবি না
তোর দেওয়া এই ডাকনামে
ভুল করেও আর ডাকবি না
শুধু কোন বদলা দিনের ভোর
তোর স্বপ্নে উড়বে কাঁচপোকাদের ভুল
ঘুমে কাঁদবি তুই
আর গুনবো আমি বদলানোর মাশুল
অনেক রাতের পর
খেলনা বাটির লোভ দেখাস যদি
আবার ফিরবো ঘর
ঠোঁট ফুলিয়ে ছোট্ট এই নদী
ভুলে গেলে তুই
হাতড়ে ফিরবো অন্ধকারের গান
জমলে ধুলো গায়
জোছনায় করবো স্নান
জমলে ধুলো গায়ে, জোছনায় করবো স্নান
ভয় দেখাস না, please
আমি বদলে গিয়েও ঘরে ফিরতে চাই
তবু তোর দু’চোখের রোদ
ফিরতে মানা করবে সেই ভয় পাই
Random Song Lyrics :
- zz - sayan lyrics
- don't turn me out - kaleida lyrics
- samuel l. gramz, pt. 2 - ysr gramz lyrics
- let's hear it for harold - my cousin's girlfriends house lyrics
- samurai family killer - gay cousin lyrics
- away 4 2 long - j57 lyrics
- street fight - girls on grass lyrics
- el cielo son los otros - confeti de odio lyrics
- grow up! - alara kaya lyrics
- widow’s weeds - thorrill lyrics