aha aji e bashonte - sudip dutta lyrics
Loading...
আহা, আজি এ বসন্তে এত ফুল ফুটে,
এত বাঁশি বাজে, এত পাখি গায়॥
সখীর হৃদয় কুসুমকোমল –
কার অনাদরে আজি ঝরে যায়!
কেন কাছে আস’, কেন মিছে হাস’,
কাছে যে আসিত সে তো আসিতে না চায়॥
সুখে আছে যারা সুখে থাক্ তারা,
সুখের বসন্ত সুখে হোক সারা –
দুখিনী নারীর নয়নের নীর
সুখী জনে যেন দেখিতে না পায়।
তারা দেখেও দেখে না,
তারা বুঝেও বুঝে না,
তারা ফিরেও না চায়॥
Random Song Lyrics :
- crymen - lolabúm lyrics
- bandaid - noahh lyrics
- adore you - dejuan valentine lyrics
- mirror - autosuggest lyrics
- грехи (sins) - morgueofurexes lyrics
- goodbye / trouble - greg mendez lyrics
- puttana - humayun emerald lyrics
- 00:00 (take wings) - chantel nicole lyrics
- вина (fault) - wo1doo lyrics
- leaving - gawne lyrics