koto din dekhini tomay - subir nondi lyrics
Loading...
কতদিন দেখিনি তোমায়
তবু মনে পড়ে তব মুখখানি
স্মৃতির মুকুরে মম আজ
তবু ছায়া পড়ে রানী
কতদিন দেখিনি তোমায়
কত দিন তুমি নাই কাছে,
তবু হৃদয়ের তৃষা জেগে আছে
প্রিয় যবে দূরে চলে যায়
সে যে আরও প্রিয় হয় জানি
কতদিন দেখিনি তোমায়
তবু মনে পড়ে তব মুখখানি
হয়ত তোমার দেশে আজ
এসেছে মাধবী রাতি
তুমি জোছনায় জাগিছো নিশি
সাথে লয়ে নতুন সাথী
হেথা মোর দীপ নেভা রাতে
নিদ নাহি দুটি আঁখি পাতে
প্রেম সে যে মরিচীকা হায়
এ জীবনে এই শুধু মানি
কতদিন দেখিনি তোমায়
তবু মনে পড়ে তব মুখখানি
স্মৃতির মুকুরে মম আজ
তবু ছায়া পড়ে রানী
কতদিন দেখিনি তোমায…
Random Song Lyrics :
- beugeuh - koba lad lyrics
- other side - vin the kid lyrics
- 「 」(english cover) - rachie lyrics
- another day - aidantheloserkid lyrics
- zakrzywiona rzeczywistość - young stars team lyrics
- roto por el barrio - perezi lyrics
- a little bit tuff but still tasty - sewerperson lyrics
- easy - wjsn the black lyrics
- ocean (au5 remix) - seven lions & jason ross lyrics
- rite of passage - venues lyrics