paharer kanna dekhe - subir nandi lyrics
Loading...
পাহাড়ের কান্না দেখে তোমরা তাকে ঝরণা বলো
ওই পাহাড়টা বোবা বলেই কিছু বলে না
তোমরা কেন বোঝো না যে
কারো বুকের দুঃখ নিয়ে কাব্য চলে না।।
ধরতে বুকে এক ফোটা জল
কেউ জানে না কত ব্যথায় মেঘের হৃদয় হলো কাজল
তোমরা দেখো বৃষ্টি নুপূর
দেখোনা, আঘাত ছাড়া মেঘ তো গলে না
ওই কালো মেঘ বোবা বলেই কিছু বলে না
তোমরা কেন বোঝো না যে
কারো বুকের দুঃখ নিয়ে কাব্য চলে না।।
ফুটতে বনে এক গোছা ফুল
কেউ জানে না কি আগুনে রঙের নেশায় হলো আকুল
তোমরা দেখো মিষ্টি বরণ
দেখোনা, দহন ছাড়া অগ্নি জ্বলে না
ওই ফোটা ফুল বোবা বলেই কিছু বলে না
তোমরা কেন বোঝো না যে
কারো বুকের দুঃখ নিয়ে কাব্য চলে না।।
Random Song Lyrics :
- to serve and protect - queen ifrica lyrics
- all falls down - jadakiss lyrics
- ocean of tears - caroline polachek lyrics
- huellas - el bordo lyrics
- grembranx hardknocks - hakan abi lyrics
- last train home - fatboy lyrics
- yung nola - egg - yung nola lyrics
- цены на золото (gold prices) - он юн (on yun) lyrics
- joe strummers gewissen - pascow lyrics
- fountain of youth - supastition lyrics