je bhabei tumi - subhamita banerjee lyrics
Loading...
যে ভাবেই তুমি সকাল দেখো
সুর্য কিন্তু একটাই ।।
যত ভাগে ভাগ করোনা প্রেম।।
হৃদয় কিন্তু একটাই …
যে ভাবেই তুমি সকাল দেখো
সুর্য কিন্তু একটাই ।
অনেকেই বলে মরণ অনেক
জীবন সে নাকি একটাই ।।
প্রতিবার প্রেমে নতুন জনম
জীবন কি করে একটাই ।।
যত ভাগে ভাগ করোনা প্রেম।।
হৃদয় কিন্তু একটাই …
যে ভাবেই তুমি সকাল দেখো
সুর্য কিন্তু একটাই ।
অনেকেই বলে অনেক কথা
কথার কথা তো সবটাই ।।
কথার বাঁধনে হৃদয় ফেরার
সঠিক কথা একটাই ।।
যত ভাগে ভাগ করোনা প্রেম।।
হৃদয় কিন্তু একটাই …
যে ভাবেই তুমি সকাল দেখো
সুর্য কিন্তু একটাই ।।
Random Song Lyrics :
- doli re doli - shankar mahadevan & mame khan lyrics
- rewind - wingtip lyrics
- am-vision - key rhyme lyrics
- bare tings - devontée lyrics
- beautiful mind - ras kass lyrics
- the carving knife - belle haven lyrics
- memory lane - van morrison lyrics
- artists i've seen live - lyric-dope lyrics
- make your mind up - nav lyrics
- plus rien à perdre - mrc lyrics