raatri jaga - stoic bliss lyrics
Loading...
পুর্নিমারই রাত্রি জাগা
চাঁদেরই সেই মিষ্টি আভা
ভুলো মনে চায় সে আজও তোমায়
ভোরেরই মৃদু হাওয়ায়
সে তোমায়
ভোরেরই বাতাসে তুমি
নীলিমায় সুর্যোদয়ে তুমি
দূরেরই সে গোধূলি বেলায়
পেতে চায় যে মন তোমায়
তুমি আমি একই এ পথে
ধূপছায়া রাতে হেঁটে যাই একই সাথে
সেই চোখেরই তারারই মাঝে
নীল জোছনায় চেয়ে থাকে তোমাতে
ও রাতেরই যত তারার মাঝে হারিয়ে যায়
দুজনে কোনো সে স্বপ্নলোকে
ভুলো মনে চায় সে আজও তোমায়
ভোরেরই মৃদু হাওয়ায়
কবিতায় লিখেছি তোমায়
মনেরই গভীরে গেঁথেছি তোমায়
আলো ভেবে দিল প্রভাত, বুকে রেখে হাত
ক্লান্ত প্রহরে রবো একই সাথ
ভালোবাসার এই মায়া জালে
জড়িয়ে নাও তুমি আমাকে
পুর্নিমারই রাত্রি জাগা
চাঁদেরই সেই মিষ্টি আভা
ভুলো মনে চায় সে আজও তোমায়
ভোরেরই মৃদু হাওয়ায়
ভোরেরই বাতাসে তুমি
নীলিমায় সুর্যোদয়ে তুমি
দূরেরই সে গোধূলি বেলায়
পেতে চায় যে মন তোমায়
Random Song Lyrics :
- château fort - fvrtif lyrics
- lust for life (feat. the weeknd) - lana del rey lyrics
- la vida explosiva - itaca band lyrics
- serenata huasteca - jose alfredo jimenez lyrics
- pearl - sami yusuf lyrics
- disguise - moia bri lyrics
- universe - 블랙식스 lyrics
- die strass, won i dran wohne - greis lyrics
- get yo mind right - shred gang mone lyrics
- double - blackbear lyrics