amar bondhu bonduk - stoic bliss lyrics
চিনিস আমাকে
লালে লাল দুনিয়া
বল আমি কে?
আমি অন্ধকারে ছায়া
কালো মেঘে ঢাকা
আমি লাশের কাপন রক্ত ভেজা কোমল
আমি কে?
আমি ac1d
আমি একা তো হাটি, বৃষ্টি পড়ে
সে তো শেষ রাতে মানুষ নিয়ে আমাকে ধরে
আমার বন্ধু বন্দুক দেখে আমাকে বলে
মামু পরে দেখা হবে
আমি মারি তো চরে
তো দেখো বিদ্যুতের মত যদি আসি তো ঝড়ে
তো বল ভূমিকম্পর মত যদি মাটিটা নড়ে
তো পরে রাস্তাতে লাশতাটা কথা তো বলে
তো বলে সবাই দেখো শত্রুকে ac1d কি করে
তো কি তা, নাকে মুখে ছিটে দিলে চামড়া টা ঝলে
তো কি তা, তুলে ছুলে পুড়ে ঝুলে সবই তো গলে
তো তাইলে নামটা কি বল না তো শিখাবো পরে
তো শোনো একটা দুইটা তিনটা দেখো সবাই মরে তোর জন্য
আমার টাকা কোথায়?
আমার টাকা কোথায়?
চুপ করে লুকে থাকে
বুম করে বুকে লাগে
ধুম করে ঢুকে থাকে (বুম, বুম, বুম)
চু-চু-চুপ করে লুকে থাকে
বুম করে বুকে লাগে
ধুম করে ঢুকে থাকে (বুম, বুম, বুম)
চুপ করে লুকে থাকে
বুম করে বুকে লাগে
ধুম করে ঢুকে থাকে (বুম, বুম, বুম)
চুপ-চু-চুপ করে লুকে থাকে
বুম করে বুকে লাগে
ধুম করে ঢুকে থাকে (বুম, বুম, বুম)
মাল গুলো বেচি, ব্যবসা তো আগে
টাকা পয়সা নিয়ে দেখো পেছনে লাগে
আমার বন্ধু বন্দুক দেখো আছেনা পাশে
সারা ঢাকা শহর থেকে পুরা দুনিয়া জাগে
তো দেখো সব আলো পৃথিবীতে নিভে তো যাবে
তো শোন মেঘ থেকে আকাশে তো বাঁসি টা বাজে
তো দেখো আত্মারা জেগে উঠে হাওয়াতে তে আসে
তো কথা শুনে যদি সবাই উঠে ভয়তে কাঁপে
এ যে এসে তো পাশে সে বসে, কথা তো বলে না দেখে
গুলি তো থাকেনা থেমে
বুম করে বুকে লাগে
ধুম করে ঢুকে থাকে
রুম এ তে লুকে থাকে
বস্তিতে খুজে পাবে
চিনবে নাতো ওকে
তোর রক্তে ভেজা কবর
চুপ করে লুকে থাকে
বুম করে বুকে লাগে
ধুম করে ঢুকে থাকে (বুম, বুম, বুম)
চু-চু-চুপ করে লুকে থাকে
বুম করে বুকে লাগে
ধুম করে ঢুকে থাকে (বুম, বুম, বুম)
চুপ করে লুকে থাকে
বুম করে বুকে লাগে
ধুম করে ঢুকে থাকে (বুম, বুম, বুম)
চুপ-চু-চুপ করে লুকে থাকে
বুম করে বুকে লাগে
ধুম করে ঢুকে থাকে (বুম, বুম, বুম)
পুরা পুরান ঢাকা ঘুরে আরে হুন্ডাতে তো
আসে পাশে মানুষ দেখে বলে গুন্ডা সে তো
লোক বলে ছেলেটা তো খালি শুকনা খেতো
তো মানুষ ধরে রাস্তাতে মেরে মাগনা পেত
তো গোটা চড় চেপে ধরে আরে পাগলা সে তো
দাত ভেঙ্গে ছিটে দিবে, রাগটা দেখো তো
দড়ি ছিড়ে ছুটে যাবে লাগে পাঁচটা চিকল
তো হটাত কুয়াশা টা পড়ে বলে রাত টা শীতল
দেখো একা সে আসে ছুরি টা হাতে
ওনার বন্ধু বন্দুক দেখো আছেনা পাশে
যদি সেটা দেখে লোকটা তো ভয়তে কাঁপে
বলে, “মাপ করে দেন”
উনি মাপে না তাকে
ধুম করে বুকে লাগে
ধুম করে বুকে লাগে
ধুম করে বুকে লাগে
ধুম করে বুকে লাগে
চুপ করে লুকে থাকে
বুম করে বুকে লাগে
ধুম করে ঢুকে থাকে (বুম, বুম, বুম)
চু-চু-চুপ করে লুকে থাকে
বুম করে বুকে লাগে
ধুম করে ঢুকে থাকে (বুম, বুম, বুম)
চুপ করে লুকে থাকে
বুম করে বুকে লাগে
ধুম করে ঢুকে থাকে (বুম, বুম, বুম)
চুপ-চু-চুপ করে লুকে থাকে
বুম করে বুকে লাগে
ধুম করে ঢুকে থাকে (বুম, বুম, বুম)
চু-চু-চুপ করে লুকে থাকে
বুম করে বুকে লাগে
ধুম করে ঢুকে থাকে (বুম, বুম, বুম)
চু-চু-চুপ করে..
Random Song Lyrics :
- i climbed the highest dakhma to find it - hivelords lyrics
- откровения (revelations) - slatty lyrics
- friends(ft.valious) - runitup 2gee lyrics
- don't leave me baby - philip bailey lyrics
- poetry in motion - honeyhoney lyrics
- two different worlds - romeo & juliet lyrics
- det blir bättre - adrian macéus lyrics
- trapped - philip bailey lyrics
- force - mavi lyrics
- already - smino lyrics