tumi rabe nirabe hridoye momo - srikanto acharya lyrics
Loading...
তুমি রবে নীরবে,
হৃদয়ে মম,
তুমি রবে নীরবে,
নিবিড়, নিভৃত,
পূর্ণিমা নিশীথিনী সম,
তুমি রবে নীরবে।
মম জীবন যৌবন,
মম অখিল ভুবন,
তুমি ভরিবে গৌরবে,
নিশীথিনী-সম।
তুমি রবে নীরবে,
হৃদয়ে মম,
তুমি রবে নীরবে।
জাগিবে একাকী তব করুণ আঁখি,
তব অঞ্চল ছায়া মোরে রহিবে ঢাকি।
জাগিবে একাকী তব করুণ আঁখি,
তব অঞ্চল ছায়া মোরে রহিবে ঢাকি।
মম দুঃখবেদন,
মম সফল স্বপন,
মম দুঃখবেদন,
মম সফল স্বপন,
তুমি ভরিবে সৌরভে,
নিশীথিনী সম।
তুমি রবে নীরবে,
হৃদয়ে মম,
তুমি রবে নীরবে,
নিবিড় নিভৃত,
পূর্ণিমা নিশীথিনী সম,
তুমি রবে নীরবে॥
Random Song Lyrics :
- groupies (glomix) - thekidglo lyrics
- 2. special - bo jupita lyrics
- fly - brandon jon lyrics
- baby japo - baby j & mlshbts lyrics
- suck on this - the aquadolls lyrics
- conflito de interesses (part. mortão vmg) - atentado napalm lyrics
- ciężki przekaz - chada x rx lyrics
- dancing in the dark - supachefm lyrics
- slow - raelee nikole lyrics
- nothing left - itsnk lyrics